Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

ভেদরগঞ্জে গ্রেফতার ৩ শিক্ষকের মুক্তি দাবিতে মানববন্ধন

ভেদরগঞ্জে গ্রেফতার ৩ শিক্ষকের  মুক্তি দাবিতে মানববন্ধন
ভেদরগঞ্জে গ্রেফতার ৩ শিক্ষকের মুক্তি দাবিতে মানববন্ধন

শরীয়তপুরের ভেদরগঞ্জে অধ্যক্ষসহ ৩ শিক্ষককে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তি এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া চক্রের বিচার দাবিতে উপজেলা সাধারণ শিক্ষার্থী,শিক্ষক সমাজ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ ) সকাল ১১টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে শিক্ষক,শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকরা সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা যোগ দেন।

ভেদরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন আজাদ বলেন, “আমাদের শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। তারা কখনোই চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকতে পারেন না। নাঈমুল হাসান স্কুলের মালিকানা এককভাবে নেওয়ার জন্যই এই মামলা করেছেন। আমরা ন্যায়বিচার চাই।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের মুখ্য সদস্য সচিব সালেহ আকরাম বলেন, আমরা সবসময় ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে থাকি। একজন শিক্ষক কখনোই চাঁদাবাজি করতে পারে না। তার এই জেলার একজন ভালো শিক্ষক। আমরা এই মামলার সুষ্ঠু তদন্ত দাবী জানাই। পাশাপাশি কেউ যদি মিথ্যা মামলা করে থাকে তাদেরও বিচারের দাবী করছি।

ভেদরগঞ্জ থানার ওসি মো. পারভেজ হাসান সেলিম বলেন, “বিষয়টি তদন্তাধীন। যদি অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়, তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

গত সোমবার ৩ মার্চ সকালে ভেদরগঞ্জ থানা-সংলগ্ন প্রতিভা সাইন্স প্রিপারেটরী (পিএসপি) হাইস্কুলটি দখল ও চাঁদাবাজির অভিযোগে অধ্যক্ষসহ ৩ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মহিষার দিগম্বরী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম (৪৫), উপজেলা সদরের ইগনাইটেড কোচিং সেন্টারের শিক্ষক মনোয়ার হোসেন (৪২) ও তপুর রায়হান (৪০)।