Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১০ দফা দাবিতে শরীয়তপুর মাধ্যমিক শিক্ষক সমিতির স্বারকলিপি প্রদান

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১০ দফা দাবিতে  শরীয়তপুর মাধ্যমিক শিক্ষক সমিতির স্বারকলিপি প্রদান
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১০ দফা দাবিতে শরীয়তপুর মাধ্যমিক শিক্ষক সমিতির স্বারকলিপি প্রদান

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১০ দফা দাবিতে শরীয়তপুর মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করেছে।

রোববার ১৬ মার্চ দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার কামাল।

প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করা স্বারকলিপি সূত্রে জানা যায়, মাধ্যমিক শিক্ষক সমিতি দেশের মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণসহ আগামী ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের সার্বজনীন বদলী, ইএফটি সমস্যার দ্রুত সমাধানসহ বিভিন্ন সমস্যা দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানায় সংগঠনটি। সারাদেশে একযোগে সকল জেলা থেকে এই স্বারকলিপি প্রদান করা হয়েছে।

স্বারকলিপি প্রদান শেষে জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার কামাল বলেন, কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশে শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রদান করেছে। আমাদের দাবী আসছে ঈদে শতভাগ উৎসব ভাতাসহ স্কুল জাতীয়করণ করতে হবে।