
শরীয়তপুর জেলা শহরের পালং মডেল থানার বিপরীতে মিনহাজ থাই এন্ড গ্লাস হাউজে গতকাল রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
শরীয়তপুর ফায়ার সার্ভিসের কার্যকরী তৎপরতায় বড় ধরনের ভয়াবহ অগ্নকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে শহরবাসী। স্থানীয় মানবিক মানুষ ও ফায়ার সার্ভিসের কারনে দ্রুত আগুন নিভাতে পাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানেরও বেচে গেছে কয়েক কোটি টাকার সম্পদ।
ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক স্বপন মিয়া রাতে তারাবি নামাজ পড়তে গলে তার বন্ধ থাকা ব্যবসা প্রতিষ্ঠানটি কালো ধুয়া দেখতে পেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্রনে নিতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রনে নেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানটির বেশির ভাগ মালামাল সহ রক্ষা পায় অন্যদের অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান । ফায়ার সার্ভিসের তৎপরতার প্রশংসা করেছেন স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরা ।