
ডামুড্যা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ২ শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের দ্বারে গিয়েছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় টিম।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ডামুড্যা হামিদিয়া কামিল মাদরাসা ও সরকারি পূর্ব মাদারীপুর কলেজে শিক্ষার্থীদের সঙ্গে এ মতবিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ইব্রাহীম খলিল ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পলাশ (অয়ন), যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আল মারজান এসময় উপস্থিত ছিলেন সরকারি পূর্ব মাদারীপুর কলেজের সাবেক সভাপতি মো: জাহিদুল ইসলাম (রাজিব) ,সাবেক ছাত্র দলনেতা শফিকুল ইসলাম আজাদ, পল্টন থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ,নাহিদুল ইসলাম সিয়াম উপজেলা ছাত্রদল নেতা, রাসেল সরদার ডামুড্যা উপজেলা ছাত্রদল নেতা, সাকলান সজিব ডামুড্যা উপজেলা ছাত্রদল নেতা, ওয়াসিম সরদার সাবেক ছাত্রনেতা, রকিব হাওলাদার ডামুড্যা উপজেলা ছাত্রদল, আমিনুল ইসলাম, জায়েদ সাবেক নেতা, সুমন,তানজিল ইসলাম সভাপতি ডামুড্যা পৌরসভা ছাত্রদল, প্রভাত পাপন সভাপতি পূর্ব মাদারীপুর কলেজ শাখা ছাত্রদল, রাজ্জাক, আহমেদ অপু, সিয়াম, খালেক, আরমান সহ স্থানীয় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণের ও গাছের চারা উপহার দেওয়া হয়।
মতবিনিময়কালেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি। বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করবে এই সংক্রান্ত ৩১ দফা শিক্ষার্থীদের কাছে দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি। শিক্ষার্থীদের থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি।আমরা একটি শান্তিপূর্ণ নিরাপদ বাংলাদেশ চাই। আমরা কোনো কুলষিত রাজনীতি চাই না।এসময় শিক্ষার্থীরাও তাদের মতামতকে স্বাগত জানান।