Thursday 3rd April 2025
Thursday 3rd April 2025

ডামুড্যায় মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যু

ডামুড্যায় মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যু
ডামুড্যায় মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যু

শরীয়তপুরের ডামুড্যায় দুপক্ষের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে নজরুল ইসলাম মোল্লা (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ( ২১ নভেম্বর) সকালে উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়রা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম মোল্লা একই এলাকার মৃত মমিন আলি মোল্লার ছেলে। 

 ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চর ভয়রা এলাকার সালামত সরদার ও মিয়া চাঁন সরদারের পরিবারের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় তাদের সংঘর্ষ থামাতে প্রতিবেশী নজরুল ইসলাম মোল্লা এগিয়ে আসেন। মারামারির একপর্যায়ে একটি লাঠির আঘাত পেলে মাঠিয়ে লুটিয়ে পড়েন নজরুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক দৈনিক রুদ্রবার্তাকে বলেন, ‘মারামারি থামাতে গিয়ে নজরুল ইসলাম মোল্লা নামের এক ব্যক্তি আঘাত পেয়ে মারা গিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়ছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।