Thursday 3rd April 2025
Thursday 3rd April 2025

ডামুড্যায় জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

ডামুড্যায় জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত।
ডামুড্যায় জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

শরীয়তপুরের ডামুড্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২২ নভেম্বর) বিকালে উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়ন শ্রমিকদলের আয়োজনে স্থানীয় হাওলাদার বাজারে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল শরীয়তপুর জেলার সভাপতি হাজী এম এ কাইয়ূম চুন্নু মুন্সী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডামুড্যা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ শাহাদাৎ হোসেন, বিএনপির নেতা সৈয়দ জিল্লুর রহমান মধু, পৌরসভা বিএনপির সভাপতি আলমগীর হোসেন মাদবর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হান্নান মিয়া,জেলা শ্রমিকদলের সহ-সভাপতি মাহামুদুল হক মামুন, জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক রাফিউ, উপজেলা যুবদলের সভাপতি মোঃ উজ্জ্বল সিকদার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মেহেদী’, সাবেক ছাত্রনেতা তোফায়েল ইসলাম। সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ কাশেম সরদার,বিশেষ বক্তা ছিলেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আক্তার হোসেন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা মোঃ রাসেল মোল্লা। অনুষ্ঠান সার্বিক সহযোগিতায় ছিলেন পূর্ব ডামুড্যা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রাজিব মাঝি, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠান সভাপতিত্ব করেন পূর্ব ডামুড্যা ইউনিয়ন দক্ষিণ শ্রমিকদলের সভাপতি সরদার নুরুল আমিন।
সমাবেশে রাজিব, শফিকুল ইসলাম, নুরুল আমিন সহ অন্যান্যদের নেতা কর্মীদের অংশ গ্রহণে বিশাল একটি মিছিল এসে সমাবেশে যোগ দেন।

সমাবেশে বক্তারা বলেন, ১৫ বছরের অধিক সময় বিএনপির নেতাকর্মীদের উপরে ব্যাপক অত্যাচার নির্যাতন চালিয়েছে। তাই এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই, তাদের বিচার বাংলার মাটিতেই হবে।