Thursday 3rd April 2025
Thursday 3rd April 2025

শরীয়তপুর ৫০ বস্তা ভেজাল শিশুখাদ্য উদ্ধার | ২ প্রতিষ্ঠানে জরিমানা

শরীয়তপুর ৫০ বস্তা ভেজাল শিশুখাদ্য উদ্ধার | ২ প্রতিষ্ঠানে জরিমানা
শরীয়তপুর ৫০ বস্তা ভেজাল শিশুখাদ্য উদ্ধার | ২ প্রতিষ্ঠানে জরিমানা

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তর এর যৌথ অভিযান পরিচালনা করা হয়।

আজ ০৪ নভেম্বর বুধবার ডামুড্যা উপজেলায় ২টি খাদ্য প্রতিষ্ঠানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় ও পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয় শরীয়তপুরের পক্ষ থেকে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মো: আব্দুল মালেক, সহকারী কমিশনার (ভূমি), ডামুড্যা উপজেলা। এতে সার্বিক সহযোগিতা করেন জনাব সুব্রত ভট্টাচার্য্য, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও মো:রাসেল নোমান, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর। অভিযানকালে শাকিল ফুড প্রোডাক্টস( মালিক :শাকিল) ও মেসার্স আফজল ফুড প্রোডাক্টস ( মালিক: আফজল) থেকে ৫০ বস্তা ভেজাল শিশুখাদ্য ( চানাচুর, চিপস,আইসললি), রাসায়নিক ও প্রায় ১৪০ কেজি পলিথিন ও নকল মোড়ক জব্দ করা হয়। প্রতিষ্ঠান দুইটির খাদ্য পণ্য উৎপাদনের কোন ধরনের লাইসেন্স ছিল না৷
এছাড়াও অননুমোদিত রং ব্যবহার করা হচ্ছিল এই সব খাদ্যপণ্যে, যা মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এই সকল অপরাধের কারণে প্রতিষ্ঠান দুইটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ও পরিবেশ সংরক্ষণ আইন- ১৯৯৫ (সং-২০১০) এর ধারা মোতাবেক মোট চল্লিশ হাজার টাকা( ৪০,০০০)/- জরিমানা আরোপ করে আদায় করা হয়।