
“নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যে শরীয়তপুরের ডামুড্যায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালের দিকে ডামুড্যা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় একটি র্যালি শেষে ডামুড্যা উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।
ডামুড্যা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি মো: আব্দুল মালেক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো:ওবায়দুল রহমান,যুবউন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, দারুলআমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: রহিম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন , সাংবাদিক, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নারীদের উন্নয়নের জন্য বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি মো: আব্দুল মালেক বলেন, বেগম রোকেয়ার আদর্শ ও উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে দেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখবে।