
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শরীয়তপুরের ডামুড্যায় উপজেলা পূর্ব মাদারীপুর কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগের নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নীপিড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা পৌরসভার ছাত্রদলের সাবেক সভাপতি মো: জাহিদুল ইসলাম রাজিব, উপজেলা ছাত্রদল নেতা রাছেল সরদার,আজাদ বেপারী,ওয়াসিম সরদার,রকিব,জাহিদ,জিদান বেপারী,ডামুড্যা উপজেলা,পৌরসভা,বিভিন্ন ইউনিয়ন, পূর্ব মাদারীপুর কলেজের ছাত্রদলের নেতৃত্ব বৃন্দ সহপ্রমুখ।