Thursday 3rd April 2025
Thursday 3rd April 2025

ডামুড্যা আল জাদীদ ইসলামি একাডেমী উদ্বোধন।

ডামুড্যা আল জাদীদ ইসলামি একাডেমী উদ্বোধন।
ডামুড্যা আল জাদীদ ইসলামি একাডেমী উদ্বোধন।

শরীয়তপুরের ডামুড্যায় আল জাদীদ ইসলামি একাডেমী নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান  উদ্বোধন করা হয়েছে।

সোমবার ২৩ ডিসেম্বর সকাল ১০ টার সময় উপজেলার ডামুড্যা পৌরসভা সংলগ্ন একটি ভবনে আল জাদীদ ইসলামি একাডেমীর উদ্ভোধন করা হয়। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জাকারিয়া মাসুদ এর সভাপতিত্বে ও একাডেমিক ইনচার্জ মুহাম্মদ ইউসুফ আবরারের সঞ্চালনায় স্বারক পাঠ করেন সহকারী প্রধান শিক্ষক হাফেজ আক্তার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে রাখেন কনেশ্বর মারকাজুত তাহফিজ মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ আব্দুস সাত্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ডামুড্যা শাখার ম্যানেজার অপারেশন আলী আকবর,সাবেক ভাইস চেয়ারম্যান বি এম ছাত্তার,কনফার্ম আইটি সেন্টারের পরিচালক মহি উদ্দিন মাহি সহ প্রমুখ।