
শরীয়তপুরের ডামুড্যায় উপজেলায় ‘এসো বাংলাদেশকে বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ডামুড্যা উপজেলা পরিষদের হলরুমে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায় ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুল মালেক এর সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা ইঞ্জিনিয়ার প্রকৌশলী আবু নাঈম নাবিল ,মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, সমাজসেবা অফিসার ওবায়দুল রহমান , কৃষি কর্মকর্তা রাজিব বসু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক , ডামুড্যা পৌরসাভা বিএনপির সভাপতি আলমগীর মাদবর, উপজেলা যুবদলের সভাপতি উজ্জ্বল সিকদারসহ উপজেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।