
পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২৪০ কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অবৈধ পলিথিন ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি দুপুরে শরীয়তপুরের ডামুড্যা বাজারের পান-সুপারী হাটা এলাকায় এঘটনা ঘটে।
পরিবেশ অধিদপ্তর শরীয়তপুর সূত্রে জানা যায়, ডামুড্যা বাজারের পান-সুপারী হাটা এলাকার ব্যবসায়ী হযরত আলী দীর্ঘদিন ধরে অবৈধ পলিথিনের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে শরীয়তপুর পরিবেশ অধিদপ্তর। অভিযানে তার দোকান থেকে আনুমানিক ২৪০ কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়াও হযরত আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এবিষয়ে পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক রাসেল নোমান দৈনিক রুদ্রবার্তাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৪০ কেজি পলিথিন জব্দ করে হযরত আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য, ডামুড্যা থানা পুলিশসহ অন্যান্যরা।