
শরীয়তপুরের ডামুড্যায় চিহ্নিত মাদক ব্যবসায়ী, আলমগীর হাওলাদার, সোহেল হাওলাদার, ইয়ামিন হাওলাদার, ইকবাল হাওলাদার তার পরিবার বর্গ এবং অন্যান্য সহযোগীরা উপজেলা মসজিদ ও ইউএনও অফিসের পিছনে ১৮ বছর ধরে মাদক ব্যবসা করে আসছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সর্বস্তরের জনগণ মানববন্ধন করেছে ।
বৃহস্পতিবার বেলা ১১ টায় ডামুড্যা পৌরসভার ৬ নং ওয়ার্ড ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে অসংখ্য নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মরন মাল,মুকবুল চৌকিদার, মাস্টার আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন বেপারী,নজরুল মাল,মনির চৌকিদার, সুমন চৌকিদার,আলআমীন,আকিব,শাহরিয়ার তুসার,তানজিম হাসান,রিদয় মাল সহ এলাকার বয়োবৃদ্ধ, যুব সমাজ,ছাত্র ও নারী-শিশু।
মানববন্ধনে অংশগ্রহণকারী নারী-পুরুষ অভিযোগ করেন, সোহেল হাওলাদার এলাকার চিহ্নিত মাদক কারবারি, সমাজ বিরোধী ও শৃঙ্খলা বিনষ্টকারী। তার মাদক ব্যবসার প্রতিবাদ করায় সে ও তার অনুসারীরা স্থানীয় ছাত্র জনতা ও এলাকার যুবসমাজের কয়েক জনকে হুমকি দিয়েছে । উল্টোসহ সে কয়েকজনের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।