Friday 4th April 2025
Friday 4th April 2025

“দেখতে শিশু, বয়সের শিশু নয়”, শরীয়তপুর পুলিশ অভিযানে পাওয়া গেল ৩০ পিস ইয়াবা

“দেখতে শিশু, বয়সের শিশু নয়”, শরীয়তপুর পুলিশ অভিযানে পাওয়া গেল ৩০ পিস ইয়াবা
“দেখতে শিশু, বয়সের শিশু নয়”, শরীয়তপুর পুলিশ অভিযানে পাওয়া গেল ৩০ পিস ইয়াবা

শরীয়তপুরের গোসাইরহাটে ইয়াবাসহ মোঃ নাসিম (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ২৯ অক্টোবর দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট থানা পুলিশ নাসিমকে ইয়াবাসহ আদালতে পাঠিয়েছে।

আটককৃত মো. নাসিম গোসাইরহাট ইউনিয়নের কাশিখণ্ড গ্রামের তফসিল জসিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিখণ্ড গ্রামে অভিযান পরিচালনা করেন গোসাইরহাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সজিবুল ইসলাম, মিজান, তানভির, রবিউলসহ একটি টিম। এসময় মাদক বিক্রি করতে গেলে মো. নাসিম ৩০ পিচ ইয়াবাসহ পুলিশের হাতে আটক হোন। নাসিমকে দেখতে কিশোর বয়সী মনে হলেও তার বয়স বেশি। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নাসিমকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম দৈনিক রুদ্রবার্তাকে বলেন, নাসিমকে দেখতে ছোট মনে হলেও জাতীয় পরিচয় পত্রে তার বয়স প্রায় ২২। ইয়াবা বিক্রির সময় পুলিশ তাকে হাতেনাতে আটক করেছে। তার নামে নিয়মিত মামলা রুজুর পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।