Thursday 3rd April 2025
Thursday 3rd April 2025

গোসাইরহাটে অর্থনৈতিক শুমারি সংক্রান্ত অবহিতকরণ সভা

গোসাইরহাটে অর্থনৈতিক শুমারি সংক্রান্ত অবহিতকরণ সভা
গোসাইরহাটে অর্থনৈতিক শুমারি সংক্রান্ত অবহিতকরণ সভা

শরীয়তপুর গোসাইরহাট অর্থনৈতিক শুমারি সংক্রান্ত স্থায়ী কমিটির অবহিতকরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ এর সভাপতিতে সভায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়িত অর্থনৈকিতক শুমারি ২০২৪ এর মাঠ পর্যায়ে মূল তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে উপজেলা শুমারি/জড়িপ সংক্রান্ত সার্বিক দিক নিয়ে অবহিত করেন উপজেলা পরিসংখ্যান তদন্তকারী ও শুমারি গৌতম চন্দ্র পাল সমন্বয়কারী।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহাবুদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাচ্ছের হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার লূৎফর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা ইকবাল কবির, পরিসংখ্যান সহকারী, জুনিয়র পরিসংখ্যান সহকারী মো.বাকের হোসেন, অন্যান্য সরকারি কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।