Thursday 3rd April 2025
Thursday 3rd April 2025

গোসাইরহাট তারুণ্য উৎসবে আহত ছাত্র-জনতার মাঝে চেক বিতরণ

গোসাইরহাট তারুণ্য উৎসবে আহত ছাত্র-জনতার মাঝে চেক বিতরণ
গোসাইরহাট তারুণ্য উৎসবে আহত ছাত্র-জনতার মাঝে চেক বিতরণ

গোসারহাট তারুণ্য উৎসব অনুষ্ঠানে জুলাই আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের মাঝে ১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

শরীয়তপুর উপজেলার গোসাইরহাট উপজেলায় তারুণ্যের উৎসব পালন করা হয়। অনুষ্ঠানে জুলাই আগস্ট ২০২৪ এর আন্দোলনে আহত ৬ জনের মধ্যে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ জানুয়ারি বুধবার দুপুরে গোসাইরহাট উপজেলার হলরুমে এই চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ বক্তব্য রাখেন। তিনি বলেন, তরুণদের মধ্যে দিয়ে ভবিষ্যতে দেশ পরিচালনা করবে তারা এ দেশের ভবিষ্যৎ জাতি তাদের দিকে তাকিয়ে আছে বৈষম্য দূরীকরণে সকল জায়গাতে সবাই সুন্দরভাবে কাজ করলে দেশ এগিয়ে যাবে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানিয়া বিনতে আফজল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুল আলম ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা ছাত্র আন্দোলনে নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এসময় বিভিন্ন পেশার ছাত্র জনতা হলরুমে উপস্থিত ছিলেন পরে আহত ৬ জনের মধ্যে প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

আহতরা হলেন, নলমুড়ির আব্দুর রহমান, কোদালপুরের নাঈম হাসান নিলয় ও উজ্জ্বল প্যাদা, ইদিলপুরের সালাম মিয়া ও মাহফুজ হোসেন, এবং নাগেরপাড়া ইউনিয়নের বাবু জামান।

ছাত্রদের মধ্যে আব্দুর রহমান বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে মূল লক্ষ্য বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা আমরা ফ্যাসিস্ট হটিয়ে বৈষম্যহীন একটি দেশ গড়ার জন্য আন্দোলন করে যাব এবং দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাব।