Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

গোসাইরহাট “মেসার্স শিকারী গ্রীণ ব্লক” নামক পরিবেশবান্ধব ইট তৈরি শুরু

গোসাইরহাট  “মেসার্স শিকারী গ্রীণ ব্লক” নামক পরিবেশবান্ধব ইট তৈরি শুরু
গোসাইরহাট “মেসার্স শিকারী গ্রীণ ব্লক” নামক পরিবেশবান্ধব ইট তৈরি শুরু

পরিবেশ বান্ধব ইট প্রস্তুতকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান “মেসার্স শিকারী গ্রীণ ব্লক”-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারী ২০২৫) বেলা ১১ ঘটিকায় ধীপুর গোসাইরহাট পৌরসভার ভবন সংলগ্ন এলাকায় এর শুভ উদ্বোধন করা হয়।

শিকারী গ্রুপের চেয়ারম্যান ও ইদিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন শিকারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চে’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মিয়া সাহাবুদ্দীন বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদ আলম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, মেসার্স শিকারী গ্রীণ ব্লক”-এর প্রোঃ মোঃ বেলায়েত হোসেন (স্বপন) শিকারী। এসময় নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে, এব্যাপারে মেসার্স শিকারী গ্রীণ ব্লকের প্রোঃ মোঃ বেলায়েত হোসেন (স্বপন) জানান, মেসার্স শিকারী গ্রীণ ব্লক (পরিবেশ বান্ধব ইট প্রস্তুতকারক ও সরবরাহকারী)। আর নয় মাটি পোড়ানো ইট। পৃথিবীর ভারসাম্য রক্ষায় পরিবেশের ভূমিকা অপরিসীম, তাই আসুন আমরা পোড়া মাটির ইট ব্যবহার বন্ধ করি পৃথিবীকে রক্ষা করি। পরিবেশ বান্ধব কংক্রিটের ইট বা ব্লক দেখতে সুন্দর, দীর্ঘস্থায়ী, টেকসই এবং পরিবেশের কোন ক্ষতি করে না।

গ্রীণ ব্লক ব্যবহারের সুবিধা সমূহ: অত্যান্ত টেকসই পরিবেশ বান্ধব উপকরণ। কম সময়ে নির্মাণ কাজ হয়। মাটির ইটের তুলনায় অধিক টেকসই, মজবুত ও দীর্ঘস্থায়ী। গ্রীণ ব্লক ব্যবহারে গরমে ঘরের তাপমাত্র নিয়ন্ত্রিত থাকে ও শব্দ নিরোধক। ব্লক তৈরিতে ব্যবহার করা হয় উন্নতমানের বালি, সিমেন্ট ও পাথর ডাস্ট কেমিকেল যা ইটকে করে অধিক মজবুত এবং দীর্ঘস্থায়ী। ২৫-৩০% পর্যন্ত সাশ্রয়ী। নোনা ধরে না এবং ড্যাম্প হয় না। “আসুন করি অঙ্গীকার, করবো না আর মাটির ইট এর ব্যবহার” তাই যোগাযোগ করুন, মেসার্স শিকারী গ্রীণ ব্লক, ধীপুর, গোসাইরহাট পৌরসভা ভবন সংলগ্ন, শরীয়তপুর।