
শরীয়তপুরের গোসাইরহাটে আলোকিত গোসাইরহাট ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৩০ জানুয়ারি সকাল ১১ টায় উপজেলার ইদিলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “আলোকিত গোসাইরহাট ফাউন্ডেশনের” সভাপতি মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় ইদিলপুর মডেল, ২নং দাসের জঙ্গল ও ৩নং ধীপুর, এই ৩টি প্রাথমিক বিদ্যালয়ের ৪২ জন ছাত্র-ছাত্রীর মাঝে স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, কলম, খাতা, পেনসিল,ফাইল, রাবার, কাটার, স্কেলসহ বিভিন্ন শিক্ষা-উপকরন বিতরন করা হয়েছে।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান খাঁন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ এমদাদ হোসাইন, ২নং দাসের জঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কহিনুর ইয়াসমিন, সরকারি শামসুর রহমান কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান আতিকুর রহমান ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান মোঃ মোশারফ হোসেনসহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকগন ও আলোকিত গোসাইরহাট ফাউন্ডেশনের অন্যান্য সকল সদস্যবৃন্দ।
এসময় ফাউন্ডেশনের সভাপতি মোঃ বেলায়েত হোসেন বলেন, আলোকিত গোসাইরহাট ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচী একটি চলমান প্রক্রিয়া, এর আগে কুচাইপট্টি ইউনিয়নের ৪৭ নং পাঁচকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষ রোপন ও ঘড়ি বিতরণ করা হয়েছে। এছাড়াও অর্থের অভাবে যেন কোন শিক্ষার্থীদের পড়াশোনা স্থবির না হয় সেজন্য ভবিষ্যতে ফাউন্ডেশনের সাধ্যমত চেষ্টা করবো তাদের পাশে থাকার।