Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

গোসাইরহাটে গণ অধিকার পরিষদ নেতার ওপর হামলার অভিযোগ

গোসাইরহাটে গণ অধিকার পরিষদ নেতার ওপর হামলার অভিযোগ
গোসাইরহাটে গণ অধিকার পরিষদ নেতার ওপর হামলার অভিযোগ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক নজরুল ইসলাম সহ ৩ জনের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (৩ মার্চ) বিকালে গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে রবিবার রাতে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে আহতরা গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী ও অভিযোগসূত্রে জানা গেছে, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের আবু তালেব মৃধার ভাইয়ের দুই টি গরু সম্প্রতি চুরি হয়। এনিয়ে বরিবার রাতে আবু তালেব মৃধার বাড়িতে গোসাইরহাট উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক নজরুল ইসলাম কথা বলছিলেন। এসময় স্থানীয় জসিম মুতাইতের নেতৃত্বে ১৮ থেকে ২০ জনের একটি দল আবু তালেব মৃধার বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও লুটপাট করে। এসময় আবু তালেব মৃধা ও নজরুলকে বাঁচাতে এসে প্রতিবেশী নুরু গাজীও আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আবু তালেব মৃধা বাদী হয় গোসাইরহাট থানায় একটি অভিযোগ করেছেন।

এব্যাপারে গোসাইরহাট উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক নজরুল ইসলাম দৈনিক রুদ্রবার্তা কে বলেন, সম্প্রতি আমাদের এলাকার আবু তালেব মৃধার ভাইয়ের দুইটি গরু চুরি হয়। এ বিষয়ে আবু তালেব মৃধা কথা বলায় তার ওপর হামলা করে
জসিম মুতাইত ও তার বাহিনী। আমি বাঁধা দেয়ায় আমার ওপরও হামলা চালায়। এসময় আমাদের বাঁচাতে এসে প্রতিবেশী নুরু গাজী আহত হয়।

অভিযোগকারী আবু তালেব মৃধা দৈনিক রুদ্রবার্তা কে বলেন, আমার ভাইয়ের গরু চুরির বিষয়ে কথা বলায় আমাদের বাড়ি ঘরে হামলা করে জসিম মুতাইত বাহিনী। হামলা ও লুটপাট করে আমাদের নগদ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় তারা। এতে বাঁধা দেয়ায় নজরুল ও নরু গাজীও আহত হয়। বর্তমানে আমরা হাসপাতালে ভর্তি। আমরা এর বিচার চাই।

অপরদিকে, অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায় নি।

এব্যাপারে গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আলম দৈনিক রুদ্রবার্তা কে বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।