
মাহে রমজান উপলক্ষে ইসলামিক রিলিফ বাংলাদেশের আর্থিক সহায়তায় এসডিএস (শরীয়তপুর ডেভলপমেন্ট সোসাইটি), এর মাধ্যমে রোববার ২ মার্চ শরীয়তপুর জেলার, জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে ২০০টি দরিদ্র পারিবারের প্রত্যেক পরিবারকে ৪০ কেজি চাল, ৫ কেজি ছোলা, ৪ কেজি মুশুরী ডাল, ৫ কেজি সয়াবিন তেল, ১ কেজি লবল, ৩ কেজি চিরা এবং ৩ কেজি চিনি সম্পূর্ন বিনামূল্যে বিতরন করে।
অতি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের পূর্বে এসডিএস উক্ত ইউনিয়নের দরিদ্র পরিবারগুলোর ডাটাবেজ সংগ্রহ করে এবং এই ডাটাবেজের তথ্যের উপর ভিক্তি করে ২০০ টি অতি দরিদ্র পরিবার চিহ্নিত করে।
তাছাড়া ডাটাবেজ সংগ্রহের পূর্বে স্থানীয় জনপ্রতিনিধিদের কে অবহিত করা হয় এবং তাদের সহযোগীতার জন্য অনুরোধ করা হয়। একটি অতীব জনকল্যাণমূলক কার্যক্রম এসডিএস বাস্তবায়ন করায় স্থানীয় জনপ্রতিনিধিগন ও স্থানীয় প্রশাসন সার্বিকভাবে সবধরনের সহযোগীতা প্রদান করেন। উক্ত ইউপি চেয়াম্যান মোঃ আলতাফ হোসেনের পরামর্শক্রমে সুবিধাভোগীদের যাতায়াতের সুবিধার্থে অ্যাম্বিশন হাই স্কুল, পূর্ব নাওডোবা, জাজিরা, শরীয়তপূরকে খাদ্য সামগ্রী বিতরনের উপযুক্ত স্থান হিসেবে নির্বাচন করা হয়।
রমজান এর উপহার সামগ্রী বিতরনের পূর্বে বিতরনের স্থান পরিদর্শন করে গুরুত্বপূর্ন পরামর্শ প্রদান করেন
এসডিএস পরিচালক বিএম কামরুল হাসান ২৭ ফেব্রুয়ারি ইসলামিক রিলিফ বাংলাদেশের রিজিওনাল সমন্বয়কারী শাহনেওয়াজ হোসাইনের উপস্থিতিতে অতিদরিদ্র পরিবারের মধ্যে উপরে উল্লেখিত খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আঃ ওয়াদুদ, এসডিএস পরিচালক বিএম কামরুল হাসান, এসডিএস মানব সম্পদ বিভাগের উপ-পরিচালক অমলা দাস, এসডিএস প্রকল্প সমন্বয়কারী মোঃ মাহাবুব আলম ও মাঠ পর্যায়ে দয়িত্বপ্রাপ্ত এসডিএস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবিন্দ ও স্বেচ্ছাসেবকগন।