
আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১০ মার্চ সকালে জাজিরা উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা নির্বাহী প্রকৌশলী ইমন মোল্লা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. রোমান বাদশা, জাজিরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ, পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নকিব আকরাম হোসেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ বজলুর রশিদ শিকদার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, ২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসের এক কালো অধ্যায়, যা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। পাশাপাশি ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে নানা কর্মসূচি গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ঠিক করা হয়, যথাযোগ্য মর্যাদায় দিবস দু’টি উদযাপনের জন্য শ্রদ্ধাঞ্জলি অর্পণ, র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণ করা হবে।