
শরীয়তপুরের জাজিরায় উপজেলা পরিষদের আইন শৃঙ্খলার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ মার্চ সকালে জাজিরা উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়-এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা নির্বাহী প্রকৌশলী ইমন মোল্লা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. রোমান বাদশা, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ দুলাল আকন্দ, পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নকিব আকরাম হোসেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ বজলুর রশিদ শিকদার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার মোহাম্মদ আলী সহ সভাপতি মোঃ মতিউল ইসলাম সেলিম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তাগন উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে যে কোন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতির সাথে মোকাবিলা করার যোর দাবি করেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে সকল দফতর প্রধানগন একমত প্রশন করেন।