
শরীয়তপুরের জাজিরায় বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১২ মার্চ বাদ আছর জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার মাওলানা তাফাজ্জল হোসেন শাকুরী জামে মসজিদে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির জাজিরা উপজেলা শাখার আয়োজনে ইফতার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি হাফজ জুনায়েদ আহম্মেদ, এসময়ে উপস্থিত ছিলেন জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নোয়াব আলী খান, উপাধ্যক্ষ মাওলানা মোঃ রফিকুল ইসলাম, শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মাসুম বিল্লাহ, জেলা জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সহ সভাপতি মোঃ বিল্লাল মাদবর, জাজিরা পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল গফুর, মাওলানা ওয়ালি উল্লাহ, মাওলানা হোসাইন আহম্মেদ প্রমুখ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ইসলামি ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যলয় শাখার সাবেক প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহম্মদ জুবায়ের । এছাড়াও উপজেলা ইসলামি ছাত্র শিবিরের বিভিন্ন ইউনিটের নেতা কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রবৃন্দ।
আলোচনা শেষে দেশ ও জাতীর কল্যান কামনায় দোয়া মুনাজাত করেন মাওলানা নোয়াব আলী খান।