
দেশব্যাপী লাগাতার ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জাজিরা থানা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ ২০২৫) দুপুর ২টায় জাজিরা টি এন টি মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জাজিরা থানা শাখার সভাপতি মাওলানা মুসলিম হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।
বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান, জাতীয় শিক্ষক ফোরাম জাজিরা থানা সভাপতি মোহাম্মদ বেলাল হোসাইন সহ ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন ও ছাত্র আন্দোলন-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, দেশে ইসলামী আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধর্ষকদের বিচার কোনো সরকারই নিশ্চিত করতে পারবে না। আমরা দেখেছি, প্রশাসনের ফাঁক-ফোঁকরের মাধ্যমে ধর্ষকরা ছাড় পেয়ে যায়। আমরা চাই না, জনগণ নিজ হাতে আইন তুলে নিতে বাধ্য হোক। যদি সরকার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে জনগণ নিজ উদ্যোগে ধর্ষণ প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান করছি, ধর্ষকদের শাস্তি ১৮০ দিনের মধ্যে নয়, বরং অনতিবিলম্বে কার্যকর করুন।”