Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

জাজিরায় আওয়ামী লীগ নেতার হামলায় আহত ছোরহাব মাদবর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

জাজিরায় আওয়ামী লীগ নেতার হামলায় আহত ছোরহাব মাদবর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে
জাজিরায় আওয়ামী লীগ নেতার হামলায় আহত ছোরহাব মাদবর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

শরীয়তপুর জেলার জারিরা উপজেলার বি.কে.নগর ইউনিয়নের আনন্দ বাজার জামাল মাদবর এর চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় ছোরহাব মাদবর(৪৭) কে-জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সরদার এর সন্ত্রাসী বাহিনীর দিয়ে অতর্কিত হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ছোরহাব মাদবর নামে এক নিরীহ লোক।
হামলার ঘটনায় আহত পক্ষে কামরুজ্জামান মাদবর বাদী হয়ে জাজিরা থানায় ২৩ জনের বিরুদ্ধে একটি বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং১০।

সরেজমিনে গিয়ে জানাযায়, সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সরদার ও আওয়মীলীগ নেতা মজিবুর বানিয়ার লোকজন দীর্ঘ দিন আওয়মীলীগের প্রভাব খাটিয়ে পাশবিক নির্যাতন চালায়।

বিকে.নগর ইউনিয়ন যুবদলের সভাপতি, জাজিরা উপজেলার সাবেক যুবদলের যুগ্ম সম্পাদক ও বর্তমান ইউনিয়ন বি এনপির ১নং যুগ্ম আহবায় আব্দুর রাজ্জাক মাদবর ও তার পরিবার দৈনিক রুদ্রবার্তা কে জানায়, দীর্ঘ ১৭ বছর ধরে বিভিন্ন ভাবে হয়রানি ও ক্রয় কৃতজমি দখল করার চেষ্টা করতে থাকেন। তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন সময় ককটেল ফাটিয়ে ও অবৈধ অস্ত্র নিয়ে প্রভাব খাটিয়ে আমাদের বসতভিটা ভাংচুর ও লুটপাট করেন একাধিক বার এবং প্রাণ নাশের হুমকি দিতে থাকেন।

৫ আগষ্টের পরে আওয়ামীলীগ সরকার পালিয়ে যায় কিন্ত তারা বিভিন্ন সময় আমাদের উপর মিথ্যা গুজব ছড়িয়ে এখনো হামলা চেষ্টা করে। আমার চাচা ছোরহাব মাদবর (৪৭)গত মঙ্গলবার রাত ৮ টার দিকে আনন্দ বাজার জামাল মাদবর চায়ের দোকানে গেলে সাঈদুর সরদার এর লোকজন লাঠি সোঁটা নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়,পরে তার চিৎকারে আহত ছোরহাব মাদবর-কে স্থানীয়রা উদ্ধার করে জাজিরা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান। ছোরহাব মাদবর ঢাকা মেডিকেল চিকিৎসা অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দুলাল আকন দৈনিক রুদ্রবার্তাকে বলেন, একটি মামলা নেওয়া হয়েছে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।