
শরীয়তপুরের জাজিরায় উপজেলার ঐতিহ্যবাহী সরকারি ৩য় ৪র্থ শ্রেনী কর্মচারী ক্লাব এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার ১৬ মজান মোতাবেক ১৭ মার্চ বাদ আছর জাজিরা সরকারি কর্মচারী ক্লাব এর আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি সভা কক্ষে সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোতা মাদবরের সঞ্চালনা ও সভাপতি মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়,
উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ ইমন মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসরাফিল হোসেন, কর্মচারী ক্লাব এর সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান মোল্লা, মোঃ আফজাল হোসেন, ডি এম দেলোয়ার হোসেন, জাজিরা প্রেস ক্লাব এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম সহ ক্লাবের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য এবং উপজেলার সকল দফতরের কর্মচারী ও সুধিজন। আলোচনা শেষে দেশ ও জাতীর কল্যানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মোঃ সজিব মল্লিক।