
শরীয়তপুরের জাজিরায় জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসা সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা তাফাজ্জল হোসেন শাকুরী এবং মাদরাসার গভর্নিং বডি সদস্য শিক্ষক শিক্ষার্থী কর্মচারী যারা মৃত্যু বরন করেছে তাদের রুহের মাগফেরাত কামনা করে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানেের আয়োজন করা হয়েছে।।
১৬ রমজান মোতাবেক ১৭ মার্চ সোমবার বাদ আছর জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার গভর্নিংবডি, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী দের আয়োজনে মাদরাসা ক্যাম্পাসে তাফাজ্জল হোসেন শাকুরী জামে মসজিদে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন মাদরাসার সদ্য সাবেক অধ্যক্ষ ও শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রব হাসেমী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নোয়াব আলী খান, জাজিরা গার্লস স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ আবদুল মতিন, মাওলানা মনজুরুল ইসলাম,গভর্নিংবডির সবেক সভাপতি মোঃ সেলিম মাদবর, সদস্য শাহাবুদ্দিন শিকদার, শিকদার মেজবাহ উদ্দিন,
এছাড়াও উপস্থিত ছিলেন
মোঃ মতিউর রহমান দড়ি, মাওলানা আব্দুর গফুর, মোঃ বিল্লাল মাদবর সহ গভর্নিং বডির সাবেক ও বর্তমান সদস্য শিক্ষক ছাত্র ও এলাকার ধর্মপ্রাণ রোজাদার মুসল্লী ও সুধীজন।আলোচনা শেষে তাদের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতীর মোঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়।