
শরীয়তপুরের জাজিরায় খেলাফত প্রতিষ্ঠার লক্ষে গন আন্দোলন গড়ে তুলুন, ‘ধর্ম বর্ন ভিন্নমত সবার জন্য খেলাফত’ এই শ্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে এবং তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস জাজিরা উপজেলা শাখা।
১৭ রমজান মোতাবেক ১৮ মার্চ মঙ্গলবার বাদ আছর জাজিরা উপজেলা পরিষদ অডিটোরিয়াম সভা কক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জাজিরা উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম ফরিদি ও মাওলানা রেজাউল করিম ফরিদির সঞ্চালনা ও জাজিরা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রব হাসেমী, জাজিরা থানা অফিসার ইনচার্জ মোঃ দুলাল আকন্দ শরীয়তপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শাব্বির আহম্মেদ উসমানী, জাজিরা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ বজলুর রশিদ শিকদার, মাওলানা মাহবুবুর রহমান জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ ও খেলাফত মজলিসের জেলা উপজেলার বিভিন্ন ইউনিটের নেতা কর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ রোজাদার মুসল্লী গন। আলোচনা শেষে দেশ ও জাতীর মোঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়।