
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার বাজারে ওয়াজ মাহফিলের মাইক বাংলালিংক টাওয়ারে বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিন শিকদার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ঘড়িসার ইউনিয়নের ঘড়িসার বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিন শিকদার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চারভাগা ইউনিয়নের মাঝিকান্দি গ্রামের আনোয়ার শিকদারের ছেলে।
এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, “খবর পাওয়ার পর পুলিশ গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে উপস্থিত হয়ে মৃতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”