
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার গ্রাম আদালতের দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী বেলা ১১টায় নড়িয়া উপজেলা পরিষদ হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও শরীয়তপুর গ্রাম আদালত প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আল-ফারুক গাজীর উপস্থাপনায় সভার কার্যক্রম শুরু হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন, নড়িয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি এবং উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন।
সভায় ১৪ টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সহ হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগণ অংশগ্রহণ করেন। আলোচ্য সূচী অনুযায়ী উপজেলা কো-অর্ডিনেটর মোঃ ইকবাল জামিল গত সভার রেজুলেশন পাঠ করেন এবং গ্রাম আদালত প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আল-ফারুক গাজী ইউনিয়ন ভিত্তিক মামলা গ্রহণ ও নিষ্পত্তির অগ্রগতি (জুন-২৪ টু ডিসেম্বর-২০২৪) পর্যন্ত আলোচনার মাধ্যমে তুলে ধরেন।
সভার সভাপতি বলেন, গ্রাম আদালত কার্যক্রম গতিশীল করতে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারীদের ভূমিকা অনস্বীকার্য। গ্রাম আদালত পরিচালনার ক্ষেত্রে আপনাদের পেসকারের ভূমিকা পালন করতে হবে। তিনি আরোও বলেন, কেউ যেন গ্রাম আদালতে মামলা করতে এসে ফিরে না যায়, সেই বিষয়ে খেয়াল করতে হবে। এসময় তিনি হিসাব সহকারী ও প্রশাসনিক কমর্কর্তাদের দায়িত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং সকল ইউনিয়নে লক্ষ্য অনুযায়ী মামলা গ্রহণ ও নিষ্পত্তি করতে আহবান জানান। আলোচ্য সূচী অনুযায়ী সকলের অংশগ্রহণমূলক আলোচনার জন্য সভার সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।