
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সুরেশ্বর পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় নৌ পুলিশের অভিযানে একটি বাল্কহেডসহ তিনজনকে আটক করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল জলিলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই মোমেন ভূঁইয়াসহ নৌ পুলিশের একটি দল অংশ নেয়।
আটককৃতরা হলেন চর নড়িয়ার জুয়েল মোল্লা, শুভগ্রামের রাজু শেখ ও চাঁদপুরের মতলব উপজেলার মহিবুল্লাহ। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।
অভিযান সম্পর্কে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল জলিল দৈনিক রুদ্রবার্তাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাতের আঁধারে কিছু অসাধু ব্যক্তি পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এর পরিপ্রেক্ষিতে নৌ পুলিশ অভিযান চালিয়ে বাল্কহেডসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, “নদীতে কোনো অনিয়ম বা অবৈধ কার্যকলাপ বরদাশত করা হবে না। সুরেশ্বর নৌ পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে।” এছাড়াও পদ্মা নদীতে জাটকা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং জাটকা শিকারিদের বিরুদ্ধেও নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে।