Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

পরকীয়া প্রেমিকের সঙ্গে পালাল স্ত্রী, সন্তান ফিরে পেতে প্রবাসীর আকুতি

পরকীয়া প্রেমিকের সঙ্গে পালাল স্ত্রী, সন্তান ফিরে পেতে প্রবাসীর আকুতি
পরকীয়া প্রেমিকের সঙ্গে পালাল স্ত্রী, সন্তান ফিরে পেতে প্রবাসীর আকুতি

ইতালি প্রবাসী এক যুবকের ৫ বছর বয়সি শিশুকন্যা, প্রবাস জীবনে অর্জিত টাকা-পয়সা ও গহনা নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে পপি বেগম নামে এক নারী। এদিকে একমাত্র শিশুসন্তান ও কষ্টে অর্জিত টাকা-পয়সা হারিয়ে পাগল প্রায় প্রবাসী যুবক কামরুল হাসান সন্তানকে ফিরে পেতে আকুতি জানিয়েছেন।

জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার চড়ানল গ্রামের মনিরুল হকের ছেলে ইতালি প্রবাসী কামরুল হাসান ২০১৪ সালে পারিবারিকভাবে একই উপজেলার পূর্বপাড়া এলাকার মৃত শাহ আলমের কন্যা পাপিয়া সুলতানা পপিকে বিয়ে করেন। বিয়ের দুই বছর পর কামরুল হাসান তার স্ত্রীকে নাগরিকত্ব দিয়ে ইতালি নিয়ে যান। এর কিছুদিন পরই তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়।

পরবর্তীতে ধীরে ধীরে ওই নারী ইতালিতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর গ্রামের হৃদয় হাসান নামে এক যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন। বেশ কিছুদিন পর স্ত্রীর পরকীয়ার বিষয়টি বুঝতে পারেন কামরুল। এ নিয়ে কামরুল তার স্ত্রীকে নিষেধ করলেও সে গোপনে পরকীয়া সম্পর্ক চালিয়ে যেতে থাকে। সবশেষে স্বামীর অর্জিত টাকা-পয়সা, গহনা ও কন্যাসন্তান নিয়ে ইতালিতে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় ওই নারী।
পরে কামরুল তার স্ত্রী-কন্যা সন্তানকে ইতালিতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ইতালিতেই একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে কামরুল বাংলাদেশে এসে স্ত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন; কিন্তু স্ত্রীর পরিবার মেয়ের খবর না দিয়ে উল্টো কামরুলের সঙ্গে খারাপ আচরণ করে। এ ঘটনায় কামরুলের বড় ভাই নাজমুল হাসান বাদী হয়ে সাবেক স্ত্রী ও তার মাকে অভিযুক্ত করে কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে পপির পরকিয়া প্রেমিক হৃদয় হাসানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে তার গ্রামের বাড়িতে গেলে পরিবারের লোকজন জানান তারা এ বিষয়ে তেমন কিছু জানেন না। তবে পপি নামের একটি মেয়ে হৃদয়ের কাছে আশ্রয় নিয়েছিলো বলে জানান তারা।

এদিকে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দুতাবাসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন পপি ও হৃদয় হাসান দুতাবাসে এসে বিয়ে করেছেন। পপি বর্তমানে সন্তান সম্ভবা।