
শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে নোঙর করা জিওব্যাগ বোঝাই মহসিন এক্সপ্রেস নামের একটি বাল্কহেড ডুবে ভেতরে থাকা দুই কর্মচারী নিখোঁজ রয়েছে। মঙ্গলবার রাত ১২ টার দিকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘাটে নোঙর করা বাল্কহেডের দড়ি ছিড়ে গিয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, মহসিন এক্সপ্রেস নামের ওই বাল্কহেডটি জিওব্যাগ নিয়ে কেদারপুর এলাকার পদ্মা নদীর পাড়ে নোঙ্গর করা ছিলো। বাল্কহেডটির সামনের অংশের জিওব্যাগ নামানো হলেও পেছনের দিকে জিওব্যাগ বোঝাই ছিলো। এতে পেছনের দিকে অতিরিক্ত চাপ থাকায় মঙ্গলবার রাত ১২ টার দিকে নোঙ্গর করা বাল্কহেডটির রশি ছিড়ে গেলে মুহূর্তেই পানির মধ্যে তলিয়ে যায়। এ সময় বাল্কহেডের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা দুজন কর্মচারী নিখোঁজ হয়। পরে জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। বর্তমানে নিখোঁজদের সন্ধানে ডুবুরি দলের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।