
শরীয়তপুরের নড়িয়া উপজেলার কানারগাঁও এলাকায় অবৈধভাবে পরিচালিত মোল্লা ব্রিকস ফিল্ড ও মেসার্স বিসমিল্লাহ ব্রিকস ফিল্ড উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ইটভাটা দুটিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়। প্রশাসন জানায়, ভাটাগুলোর কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাৎক্ষণিকভাবে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, “কাগজপত্র ঠিক না থাকায় ইটভাটাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”