Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

শরীয়তপুরের পদ্মায় বাল্কহেড ডুবে যাওয়ার ৪০ ঘন্টা পরে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

শরীয়তপুরের পদ্মায় বাল্কহেড ডুবে যাওয়ার ৪০ ঘন্টা পরে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার
শরীয়তপুরের পদ্মায় বাল্কহেড ডুবে যাওয়ার ৪০ ঘন্টা পরে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

শরীয়তপুরের নড়িয়ার পদ্মায় ডুবে যাওয়ার ৪০ ঘন্টা পরে নিখোজ শ্রমিকের লাশ উদ্ধার করেছে বেসরকারী উদ্ধারকারী প্রতিষ্ঠান।

শরীয়তপুরের নড়িয়ার পদ্মায় ডুবে যাওয়া বাল্কহেড থেকে ৪০ ঘন্টা পর নিখোজ ২ শ্রমিকের লাশ উদ্ধার করেছে একটি বেসরকারী ডুবুরি দল।

পিরোজপুর জেলার বেসরকারি ডুবড়ি দল অনুসন্ধান অক্সিজেন বোর্ড নামের ডুবুরী দলের সদস্যরা বৃহস্পতিবার দুপুরের পর থেকে প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় বিকেল ৪ টার দিকে ১ শত ৩০ ফুট পানির নিচে তলিয়ে বাল্কহেডের ক্যাবিন থেকে নিখোজ শ্রমিক আল-আমীন ও আরিফ এর মরদেহ তুলে আনেন।

এর আগে ফায়ারসার্ভিস ও বিআইডব্লিউটিএ এর ডুবুরীদল সরকারীভাবে ২ দিনে ১৮ ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে ডুবে যাওয়া বাল্কহেডের সন্ধান পেলেও লাশের সন্ধান করতে পারেনি। তারা তাদের উদ্ধার কার্যক্রম বন্ধ ঘোষনা করার পরে নিখোজ শ্রমিকদের স্বজনরা ও প্রকল্পের শ্রমিকরা পুরোজপুরের এই ডুবুরি দলকে নিজ আর্থিক খরচে এনে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

বেসরকারী এই ডুবুরী দল তিন ঘন্টার প্রচেষ্টায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে সক্ষম হয়।
পরে নৌ পুলিশ এসে লাশের সুরতহাল তৈরী করেন। উপজেলা প্রশাসন পরে স্বজনদের কাছে লাশ দাফনের জন্য হস্তান্তর করেন।

নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহত ২ ব্যক্তির পরিবারকে সরকারী বিধি মোতাবেক সহায়তা প্রদান করা হবে।