
শরীয়তপুরের নড়িয়া উপজেলার নড়িয়া পৌরশহরের ঘোষবাড়ী মন্দিরের গ্রীল কেটে পিতলের ৬টি মুর্তিসহ পূজায় ব্যবহারের কাসা পিতলের সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুদর্শ চোর চক্র।
মুর্তি চুরির ঘটনায় মামলা দায়েরের পর ১০ দিনের মধ্যে মুর্তি ও মালামাল উদ্ধারসহ চোর চক্র ও চুরির মাল ক্রয় বিক্রয় চক্রের ৪ জনকে গ্রেফতার করে (আজ১৮ মার্চ) আদালতে সোপর্দ করেছে নড়িয়া থানা পুলিশ। দ্রুত মন্দিরে মুর্তি ফেরত পেতে চায় মন্দিরের পূজারীরা।
চলতি মার্চ মাসের গত ৯ তারিখ রবিবার গভির রাতে সুযোগমত সময়ে, শরীয়তপুরের নড়িয়া উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী এই রাধা কৃষ্ণের মন্দিরের জানালার লোহার গ্রীল রড কেটে মন্দিরে ঢুকে দুধর্ষ চোর চক্র। মন্দিরে থাকা সোনা রূপার অলংকারে সাজানো গোপাল, নিতাই ও কালি দেবদেবীর মোট ৬টি মূল্যবান পিতলের মুর্তি সহ কাসা পিতলের তৈরী বেশ কিছু পুজার ব্যবহার সামগ্রী চুরি করে নিয়ে যায় চোর চক্রটি । ভোরে পূজা দিতে এসে মন্দিরের মধ্যে এলোমেলে অবস্থা ও মুর্তি না দেখতে পেয়ে নড়িয়া থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মন্দির কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করলে পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে সন্দেহ ভাজন একজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে স্বিকারোক্তি পেলে তাকে নিয়ে নড়িয়া ও জাজিরা উপজেলাার বিভিন্নস্থানে দফায় দফায় অভিযান চালিয়ে আরো তিনজনকে আটক করে তাদের কাছ থেকে মুর্তিসহ চুরির সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়।
এদিকে চুরির ঘটনার পর থেকেই স্থানীয় ঘোষ পাড়া এলাকায় আতংক বিরাজ করছে বলে জানিয়েছে এলাকাবাসী। তারা মুর্তির অভাবে তাদের ধর্মীয় পনাসনায় বাধাগ্রস্ত হয়ে পড়েছে। তারা তাদের জীবনের নিরাপত্তা সহ মন্দিরের নিরাপত্তা চেয়েছেন। উদ্ধারকৃত মুর্তিগুলি পুনরায় দ্রুত মন্দিরে স্থাপনের দাবী জানিয়েছেন পুজারীরা।
বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হলেও সাধারণ মানুষের নিরাপত্তা প্রদানে সচেষ্ট রয়েছ নড়িয়া থানা পুলিশ। মন্দিরটির চুরির মালামাল উদ্ধার করা হয়েছে। এবং চোর চক্রের সদস্যদের আইনগত ব্যবস্থা নিতে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান নড়িয়া থানার ওসি মোঃ আসলাম উদ্দীন মোল্লা।
নড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন মোল্লা দৈনিক রুদ্রবার্তাকে বলেন জেলার নড়িয়া ঘোষপাড়া রাধা কৃষ্ণ মন্দিরটির ৬ টি পিতলের মুর্তি ও পুজার জন্য ব্যাবহারের পিতলের ৩৬ হাজার টাকার মূল্যের সামগ্রী উদ্ধার করতে ১০ দিনে পুলিশকে ৬টি অভিযান করতে হয়েছে। চোর চক্র গ্রেফতার হওয়ায় আতংকিত বিভিন্ন মন্দিরে স্বস্তি ফিরে এসেছে।