Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

মাদারীপুরে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যানের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যানের দাবিতে মানববন্ধন
মাদারীপুরে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যানের দাবিতে মানববন্ধন

“কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই” স্লোগান নিয়ে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় মাদারীপুর অন্তর ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে মাদারীপুর ১০ম‌ তলা সরকারি সমন্বিত ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদারীপুর আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের নেতাকর্মী ও অংশকারীদের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক বেদানন্দন হালদার, কামাল হোসেন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আল মামুন, সরকারি অধ্যাপক মোহাম্মাদ আসাদুল আলম সহকারী অধ্যাপক শরীফ মোহাম্মদ হুব্বুল কবির ও সরকারি অধ্যাপক ডক্টর রউফ আহমেদ ভূঁইয়া প্রমুখ।

এ সময় মাদারীপুর আবাসিক মেডিকেল অফিসার, নির্বাহী প্রকৌশলী, জেলা কৃষি কর্মকর্তা ও সমবায় কর্মকর্তা সহ অনেকে অংশগ্রহণ করেন।

কমিশন কর্তৃক শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করতে চাওয়ায় নতুন সন্দেহের উদ্রেক করেছে। কমিশনের এ সকল সিদ্ধান্ত সিভিল সার্ভিসের মধ্যে চরম বিশৃংখলা সৃষ্টি করতে পারে। বৈষম্যহীন জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে প্রত্যেকটি মন্ত্রণালয় সংশ্লিষ্ট ক্যাডারের কর্মকর্তার দ্বারা পরিচালনা এবং কোটামুক্ত মেধাভিত্তিক উপসচিব পুল অত্যন্ত জরুরি বলে জোর দাবি করেন বক্তারা।

সভায় ২৫টি ক্যাডার নিয়ে গঠিত ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর সাথে কোনো রকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়। সভায় বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গঠিত সংস্কার কমিশনসমূহের মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।