
মাদারীপুরের ডাসার উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক চা দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্থানীয়রা মরদেহটি দেখতে পান এবং পুলিশকে খবর দেন। নিহত ব্যক্তির নাম আজিজুল হাওলাদার (৫০), তিনি কাঁঠালতলা বাজারে একটি চায়ের দোকান চালাতেন। পাশাপাশি, সুদের ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন আজিজুল। পরদিন সকালে তার মরদেহ পাওয়া যায়, যা দেখে পরিবারের সদস্যরা দাবি করেছেন, এটি পরিকল্পিত হত্যা।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং হত্যাকাণ্ডের পেছনের কারণ জানতে কাজ চালিয়ে যাচ্ছে।