Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

মাদারীপুর জেলায় ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুর জেলায় ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাদারীপুর জেলায় ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ অর্থ বছরের আওতায় মাদারীপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে মাদারীপুর জেলায় ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫) মাদারীপুরের আসমত আলী খান স্টেডিয়ামে ক্রিকেট প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বী। এ সময় উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম মুন্সি, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন অন্যান্য অতিথিবৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন। উক্ত প্রতিযোগিতা উদ্বোধন করেন, উপ-পরিচালক স্থানীয় সরকার, মাদারীপুর মোহাম্মদ হাবিবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া অনুরাগী কাজী হুমায়ুন কবির এবং প্রাক্তন খেলোয়াড়, কোচ ও অন্যান্য অতিথিবৃন্দ।
প্রতিযোগিতায় কুলপদ্বী উচ্চ বিদ্যালয় চরমুগুরিয়া মার্চেন্ট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ক্রিকেট প্রতিযোগিতায় ৪ টি প্রতিষ্ঠান থেকে ৬৪জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ক্রীড়া চর্চা হলো অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।