Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

মাদারীপুরে বালুর ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ, দুই ভাই নিহত

মাদারীপুরে বালুর ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ, দুই ভাই নিহত
মাদারীপুরে বালুর ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ, দুই ভাই নিহত

মাদারীপুর সদর উপজেলায় বালুর ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে খোয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত আরও তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে, পাশাপাশি বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে।

নিহতরা হলেন আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার (৪০) ও আতাউর সরদার (৩৫)। তাদের আরেক ভাই অলিল সরদার এবং স্থানীয় এক যুবক পলাশসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। প্রথমে তাদের মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতলে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, বালুর ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে মো. শাজাহান ও মতিন মোল্যার সঙ্গে সাইফুল সরদারের দ্বন্দ্ব চলছিল। শনিবার এ বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয় এবং দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়।

সংঘর্ষের সময় ৭-৮টি বাড়িতে আগুন দেওয়া হয়। ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা জানান, সংঘর্ষের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।