
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র ঝালকাঠি জেলা শাখার প্রচার সম্পাদক ইমাম হোসেন বিমানের পিতা মো: আব্দুস সোবহান মিয়া (৯৫) মৃত্যুবরন করেছেন। বৃহস্পতিবার বিকাল ৪ টা ১৫ মিনিটে বরিশাল শেবাচিম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজেউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
দীর্ঘদিন ধরে তিনি দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শেবাচিমে নেয়া হয়। ভর্তির কিছুক্ষন পরেই তিনি মৃতবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী-তিনপুত্রসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শুক্রবার (আজ) তার নিজবাড়ি নবগ্রাম ইউনিয়নের মকরমপুর গ্রামের বাড়িতে জানাযা শেষে দাফন করা হবে।