Thursday 3rd April 2025
Thursday 3rd April 2025

তৃতীয় ব্যক্তির মস্তিষ্কে সফলভাবে চিপ বসিয়েছে নিউরালিংক

তৃতীয় ব্যক্তির মস্তিষ্কে সফলভাবে চিপ বসিয়েছে নিউরালিংক
তৃতীয় ব্যক্তির মস্তিষ্কে সফলভাবে চিপ বসিয়েছে নিউরালিংক

২০২৪ এর শুরুর দিকে মানুষের মস্তিষ্কে প্রথমবারের মতো নিজেদের তৈরি ব্রেন কম্পিউটার ইন্টারফেসেস (বিসিআইএস) প্রযুক্তির তারহীন চিপ বসিয়েছিল ইলন মাস্কের মালিকানাধীন নিউরালিংক। তারপর গত আগস্টে দ্বিতীয় ব্যক্তির মাথায় ব্রেন চিপ যুক্ত করে প্রতিষ্ঠানটি। এবার তৃতীয় ব্যক্তির মস্তিষ্কেও সফলভাবে নিজেদের তৈরি তারহীন চিপ বসিয়েছে নিউরালিংক।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সম্প্রতি শেষ হওয়া কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) দেওয়া এক সাক্ষাৎকারে ইলন মাস্ক জানিয়েছেন, সম্প্রতি তৃতীয় ব্যক্তির মস্তিষ্কে সফলভাবে তারহীন চিপ বসিয়েছে নিউরালিংক। মস্তিস্কে ব্রেন চিপ বসানো সবাই ভালো আছেন। আগের তুলনায় ব্রেন চিপের ক্ষমতাও উন্নত করা হয়েছে। এ বছরের মধ্যে ২০ থেকে ৩০ জন রোগীর মস্তিষ্কে ব্রেন চিপ স্থাপন করা হবে।

দীর্ঘদিন ধরেই মানুষের মস্তিষ্ক ও যন্ত্রের মধ্যে সংযোগ স্থাপন করার কাজ করছে নিউরালিংক। প্রতিষ্ঠানটির তৈরি বিসিআইএস প্রযুক্তিনির্ভর ব্রেন চিপটি মস্তিষ্ক থেকে কৃত্রিমভাবে সংকেত পাঠিয়ে কম্পিউটার, স্মার্টফোনসহ বিভিন্ন যন্ত্র দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারে। ফলে মনে মনে ভাবলেই কম্পিউটার বা স্মার্টফোনে বিভিন্ন ধরনের কাজ করা যায়।