
ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে সরকার পরিবর্তনের ফলে ভারতের সঙ্গে সম্পর্কের গতিপ্রকৃতিতে কিছুটা পরিবর্তন আসতে পারে, তবে বর্তমানে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। তিনি জানান, উভয় দেশ নিয়মিতভাবে তথ্য ও নোট বিনিময় করে, যাতে কোনো দ্বিধা বা সন্দেহের অবকাশ না থাকে। পাশাপাশি পাকিস্তান ও চীনের মধ্যে গভীর যোগসাজশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। গত শনিবার (৮ মার্চ) রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভে একটি ইন্টারেক্টিভ অধিবেশনে জেনারেল দ্বিবেদী বলেন, পাকিস্তান ও চীনের মধ্যে “উচ্চ মাত্রার যোগসাজশ” রয়েছে, যা ভারতের জন্য একটি বাস্তব চ্যালেঞ্জ। তিনি বলেন, “এর অর্থ হলো দুই ফ্রন্টের হুমকি এখন আমাদের কাছে একটি বাস্তবতা। ভার্চুয়াল জগতে এই যোগসাজশ প্রায় শতভাগ, আর ভৌত ক্ষেত্রে পাকিস্তানের বেশিরভাগ সরঞ্জাম চীনা উৎপত্তির।” তবে তিনি সহাবস্থান, সহযোগিতা ও সমন্বয়ের আহ্বান জানিয়ে বলেন, “যুদ্ধ কোনো দেশের স্বার্থে নয়। আমাদের কূটনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।”
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকার পরিবর্তনের ফলে সম্পর্কের ক্ষেত্রে কী প্রভাব পড়বে, তা এখনই বলা তাড়াতাড়ি হবে। তবে তিনি উল্লেখ করেন, “বাংলাদেশ ও ভারতের সামরিক সম্পর্ক এখনো অত্যন্ত শক্তিশালী।” পাকিস্তান ও বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল যেহেতু একটি নির্দিষ্ট দেশে, এবং তাদের সঙ্গে আমার প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক রয়েছে, তাই আমাদের সতর্ক থাকতে হবে।”
অধিবেশনে জেনারেল দ্বিবেদী ভারতীয় সেনাবাহিনীর ভবিষ্যৎ প্রস্তুতি, চলমান সংঘাত থেকে শিক্ষা এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ও নিয়ন্ত্রণ রেখা সংক্রান্ত বিষয়েও বিস্তারিত আলোচনা করেন।