
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বড় পরিসরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, এতে ২৪ জন নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ হামলা চালানো হয়।
গত কয়েকদিন ধরে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে পুনরায় জাহাজে হামলা শুরু করায় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নেয়। ট্রাম্প এ হামলাকে হুতিদের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক অভিযান হিসেবে উল্লেখ করেন এবং তাদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে দ্রুত হামলা বন্ধের হুঁশিয়ারি দেন।
হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রাজধানী সানার হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৯ জন আহত হয়েছেন। উত্তরাঞ্চলীয় সাদে প্রদেশে নারী ও শিশুসহ আরও ১১ জন নিহত এবং ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
হুতি রাজনৈতিক ব্যুরো এ হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে এবং পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
সূত্র: রয়টার্স