Thursday 3rd April 2025
Thursday 3rd April 2025

নড়িয়ায় নুসার উদ্যোগে বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত

নড়িয়ায় নুসার উদ্যোগে বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় বাংলাদেশ কিশোর কিশোরী উপজেলা ভিত্তিক সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়। গত ১ মে রবিবার নড়িয়া বিহারী লাল মডেল উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)’র উদ্যোগে ও পিকেএসএফ সহযোগীতায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নুসার নির্বাহী পরিচালক নারী নেত্রী মিজ মাজেদা শওকত আলী। সভাপতিত্ব করেন, নড়িয়া বি এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কুমার মন্ডলের। সম্মেলন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, নুসার পরিচালনা পর্ষদের সদস্য মাষ্টার হাসানুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নুসার উপ পরিচালক জয়দেব চন্দ্র কুন্ড, সহকারি পরিচালক শরিফুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন মাল, নড়িয়া বিহারী লাল মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আউয়াল মিয়া।
এ সময় নূসার সমন্বয় কারী ফারুক হোসেন, মনির হোসেন, এরিয়া ম্যানেজার দবির উদ্দিন, মিজানুর রহমান, কর্মসুচি সংগঠক শহিদুল ইসলাম ও শেখ মো: বিল্লাল হোসেন সহ নূসার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।