
শরীয়তপুরের নড়িয়ায় বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নড়িয়া সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
শনিবার (২৬ মে) বিকালে উপজেলার ঘড়িসার বাজারে ও গোলার বাজারে এ বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় চার ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে গোলার বাজারে একজন ফল বিক্রেতাকে ওজনে কম দেওয়ার অপরাধে ৫ হাজার টাকা এবং অপর একটি মিষ্টির দোকানে খাদ্যদ্রব্য ঝুকিপূর্ন খোলা মেলা সংরক্ষনের কারনে ২ হাজার টাকা করা হয়। এছাড়া ঘড়িসার বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাবসায় পরিচালনা করায় মিষ্টি বিক্রেতাকে ২ হাজার টাকা এবং ট্রেড লাইসেন্স না থাকায় এক ঔষধ ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, পবিত্র রমজান মাসে ভোক্তা অধিকার নিশ্চিত করতে সারাদেশের ন্যায় উপজেলার প্রতিটা বাজারেই ভ্রাম্যমান অাদালতের অভিযান অব্যাহত থাকবে।