Thursday 3rd April 2025
Thursday 3rd April 2025

ফরিদপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা

ফরিদপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা
ফরিদপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা

ফরিদপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২১ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২১ উপলক্ষে অনলাইন জুম প্ল্যাটফর্মে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।

সভায় সভাপতিত্ব ও কি-নোট প্রেজেনটেশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোসাররফ আলী এবং কলকারখানা ও ফরিদপুর প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ মতিউর রহমান প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ফরিদপুরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন যানবাহনের গাড়ীচালক ও হেলপারবৃন্দ।