
ফরিদপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২১ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২১ উপলক্ষে অনলাইন জুম প্ল্যাটফর্মে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
সভায় সভাপতিত্ব ও কি-নোট প্রেজেনটেশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোসাররফ আলী এবং কলকারখানা ও ফরিদপুর প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ মতিউর রহমান প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ফরিদপুরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন যানবাহনের গাড়ীচালক ও হেলপারবৃন্দ।