
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ৩ মার্চ মঙ্গলবার সকাল ৯ টা ৩০ মিনিটে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন কালা মৃধাবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র, ডাকাতি ও মাদক মামলার ওয়ারেন্টভূক্ত শীর্ষ সন্ত্রাসী অলি শিকদার(২৬), পিতাঃ শামছু শিকদার, সাং-পশ্চিম চর কাকৈর, থানাঃ শিবচর, জেলাঃ মাদারীপুরকে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে নাতে আটক করেন। এ সময় আটককৃত আসামীর নিকট হতে ২৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায়, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার শিবচর ও ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।