
ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের জন্য পিপিই (ব্যক্তিগত সুরক্ষা উপকরণ) দিয়েছেন এলজিআরডি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার শহরের বদরপুরস্থ বাসভবন আফসানা মঞ্জিলে সাংবাদিকদের হাতে তিনি এসব উপকরণ তুলে দেন। এসব উপকরণের মাঝে রয়েছে সুরক্ষা পোশাক, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার।
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, বর্তমানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে সকলকেই বাস্তব চিত্র জানা ও সর্বশেষ তথ্যের বিষয়ে জানা থাকা দরকার। সাংবাদিকরা এই তথ্য সরবরাহে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।
তিনি বলেন, কেউ যেন টাকার অভাবে না খেয়ে মারা না যায়। সেদিকে সকলকেই খেয়াল রাখা দরকার। সরকারের পাশাপাশি আওয়ামী লীগ নেতারা এ ব্যাপারে সচেষ্ট রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ সময় তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলের জন্য ৫০ টি পিপিই প্রদান করেন।