
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তাজুল ইসলাম এর নেতৃত্বে ১৬ জুন রবিবার আনুমানিক রাত ৯ টার সময় ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন রজক গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ পলাশ শেখ (২৫), পিতাঃ মোঃ মোশারেফ শেখ ও মোঃ ফুরাদ শেখ (২৩), পিতাঃ মোঃ আয়নাল শেখ, উভয় সাং-আইকদিয়া, থানাঃ মুকসুদপুর, জেলাঃ গোপালগঞ্জদ্বয়কে ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীদ্বয়ের নিকট থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানা এবং ফরিদপুর জেলার নগরকান্দা থানার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীদ্বয়কে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলমতসহ ফরিদপুর জেলার নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।